পোস্টগুলি

অক্টোবর ১৬, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হৈমন্তের জোৎসনা শহর

ছবি
হৈমন্তের জোৎসনা শহর  র্নিজীব চারপাশ, মুক্ত আকাশ, ক্লান্ত শহরের ব্যস্ত আকাশে মায়াবী চাদঁ, পূর্ন আদুরে জোৎসনায় মেঘের ছায়া, হীম বাতাস সিক্ত শিশিরে মাদকতা, ঘুম ভাঙানো পাখিরাও আজ ঘুমিয়ে, তারারাও লজ্জিত ভরা জোৎসনা প্রেম বিলানোতে, কিন্তু একি?? মশারা করছেটা কি?? ওরে রক্ত চোষা, আজো কি প্রেম নিতে দিবি না?? আকাশ ভারি সং সেজেছে, মায়ায় মাতন দোলে, ঘুম আজ ছুটি নিয়েছে, প্রেম নেবো বলে, নেশার লাটিম যেমন ঝিম ধরে, তেমনি করে পণ জমেছে, মেঘের ভেলায় চিঠি দিয়েছি, আজ চাদঁকে প্রেম দিতেই হবে যে, আজি পহেলা হেমন্তের পাকা ধানের মহুয়া গ্রানে, প্রেমের ভোমর যদি নাই বা নাচে তবে কবে নাচবে বলো?? শিমুল ফুলের গ্রানে ফাগুনে, প্রেমে আগুন জ্বলে ছিলো, তাই ঐ প্রেম ধরতে পারিনি, আজ কার্তিকি প্রেম ধরে রাখবোই, দেবে কি একটু কার্তিকি আগাম রসায়নে প্রেম, তবেই শিউলি ফুলের মালায় তোমায় বরন করবো।