পোস্টগুলি

নভেম্বর ১১, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

রহিঙ্গাদের ফেরৎ না নিলে শেষ সমাধান কি?

ছবি
সেনা তত্বাবধানে চলছে রহিঙ্গাদের ত্রান কার্যক্রম। আর চলমান রহিঙ্গা সংকটের ভেতর ৭টি পৌরসভাতেই সাড়ে তিনলক্ষ মানুষ পানি বঞ্চিত! (বাংলাট্রিবিউনের রিপোর্ট: https://goo.gl/mCwuQ9) এমনকি তিনটি পার্বত্য জেলাতে এখনো শিক্ষা চিকিৎসা সু-খাদ্য শীত-গরমের বস্ত্র, আবাস, যোগাযোগে বঞ্চিত। মানবতায় বঞ্চিত আমাদের পাহাড়িদের পাশে আমরা কতটুকু দাড়িয়ে ছিলাম? এদিকে বাংলাদেশের সংগঠন, গ্রুপ গুলো স্থানীয় বাজার হতেই ক্রয় করে ত্রান প্রদান করছে যাহার প্রভাবে দেশের অর্থনীতি সহ কাঁচামাল, চিকিৎসা সামগ্রীরও ব্যপক ঘাটতি তথা মূল্য বৃদ্ধি চলমান। সেনা তত্বাবধানে চলছে রহিঙ্গাদের ত্রান কার্যক্রম। কিন্তু এভাবে কতদিন? মায়ানমার তাদের ফেরত নিতে অনাগ্রহী, বরং তারা তাদের সিমান্তে ল্যান্ড মাইন পুতেছে, যাহাতে ফেরত গেলেই মৃত্যু নিশ্চিত এমন ভাবনা থেকেই। অপরদিকে ঘাটতি ব্যতিতও ত্রিশ লক্ষ শহীদের রক্তে অর্জিত ‍ভূমি দখল আর কত?? নষ্ট হচ্ছে পাহাড়, জীবযন্তু, ভারসম্য হারাচ্ছে প্রকৃতি.. রহিঙ্গারা তাদের রক্তে তাদের ভূমি দখল বা অর্জন করে নিবেই, হয় বাংলাদেরে থেকে দখল অথবা মায়ানমার অর্জন। তাই ২লক্ষ রহিঙ্গাকে গেরি