পোস্টগুলি

ফেব্রুয়ারী ১৬, ২০১৭ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মনের খোরাক বই অবশ্যই মনের মতই হতে হবে

ছবি
আমি আসলে যে ধরনের বই খুঁজি সে ধরনের নতুন কোন বই এ বছরের বই মেলা(২০১৭)তে প্রকাশ পায়নি :( আমার অনেক এফবি ফ্রেন্ড অগ্রজরা অনেক বই প্রকাশ করেছেন <3 তবে সত্যি বলতে কি, স্কুলের পাঠ্যপুস্তক ব্যতিত বেরসিকের মত আমি কখনোও কোন গল্প, উপন্যাস বা কবিতার বই পড়িনি :( হুমায়ুন আহম্মেদ, জাফর ইকবাল, আনিসুল হক, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎ, বঙ্কিম, মাইকেল, সুকুমার, জীবনানন্দ কিংবা ঈশ্বরচন্দ্র কাহারই বই আমি পড়িনি -_- মনের খোরাক বই আর সেই বই অবশ্যই মনের মতই হতে হবে, আর আমি কিনা এমন সকল বই পড়ি, যে গুলো সাধারনত আমার বয়সিরা খুবই কম পড়ে।