উইন্ডোজ ১০ এর তথ্য
উইন্ডোজ ১০ এর তথ্য . . . . . . . . . . . . . . বহুল ব্যবহার যদি জনপ্রিয়তার মাপকাঠি হয় তাহলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেম। এই একটি সফটওয়্যার দিয়ে বিল গেটসে র কোম্পানিটি সেই কবে বাজিমাত করেছিল। বাজির সেই ঘোড়া এখনও জয়রথ ছুটিয়ে চলছে। ২০০ কোটির বেশি ব্যবহারকারী বিশ্বজুড়ে এ সফটওয়ারের বর্তমানের জনপ্রিয় ভার্সন উইন্ডোজ ৭ ব্যবহার করেছে। পরের সংস্করণ উইন্ডোজ ৮ জনপ্রিয়তা না পেলেও তার ব্যবহারকারী কয়েক কোটি। এক্সপি কিংবা আরও পুরনো সংস্করণের ব্যবহারকারী এখনও কম নয়। এ হিসাব অফিশিয়াল। এর বাইরে কপি করে যে কত শত কোটি উইন্ডোজ ব্যবহার হয় তার হিসাব নেই। এ কারণে উইন্ডোজের সব কিছুই সব সময় বড় খবর। আর এই অপারেটিং সিস্টেমের কোনো পরিবর্তন মানে সেটি বিশেষ খবরের তকমাকেও ছাড়িয়ে যায়। সেই বিশেষ খবরের জন্ম দিয়েছে মাইক্রোসফট। বুধবার সফটওয়্যার জায়ান্টটি একেবারে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আনার ঘোষণা দিয়েছে। উইন্ডোজ ৯ এর বদলে এ ঘোষণা প্রযুক্তি বিশ্বকে অবাক করেছে। যদিও আপগ্রেডের আড়ালে ঘনঘন নতুন সংস্করণ আনাকে অনেকেই মাইক্রোসফটের অতিমাত্রায় ...