তাই বলে কি আমিও কি তাই করবো??

চার্লির বিখ্যাত উক্তি বৃষ্টিতে হেটে কান্না করাটা অনেকেই ফলো করে :)
তাই বলে কি আমিও করবো?? বৃষ্টিতে হাটতে আমি ভালোবাসি বাট কাঁদতে নয়...
সবাই যদিও স্বর্ন মন্দির বলে, আসলে বৈদ্যদের জাদি, স্বর্ন বলতে জাদির চুড়াতে ১টা বল আছে তাই স্বর্নের,, আর সব রং করা।
Shezan Mahmud in Bandarban Ram jadi.. you can caught him ;) 
মূল প্রসঙ্গ.....
অনলাইনের একটিভিটি এমন একটা ব্যপার হয়েগেছে যে যার দ্বারা মানুষ নাকি মানুষকে বিচার করে :/
আমি তো তাহলে বলবোঃ শত্রুরা আমার গতি বিধি দেখে আমার জন্য ফাঁদ পাতে :(
সরলতাকে দূর্বলতা ভাবা, কিংবা স্পষ্টতাকে বোকামি ভাবা যে সমাজের আদর্শ সে সমাজ থেকে আমি অন্তত কিছু প্রাপ্তির আশা করিনা,
বরং সমাজকে দিকেই পছন্দ করি,,
এখন অবশ্য বলতে পারেন চোগলখোরেরর মত আমিও অনলাইন ঝাড়ছি :)
আমি যা করি তার প্রচার কখনই
করি
না, তা আমার এলাকার সবাই জানেও, তার পরেও কেন লিখছি??!!!
:)
শত্রুর পাছায় লাথি মার,,, না হয় শত্রু ভাববে তুমি অনেক পিছিয়েগেছ আর সে জয় লাভ করতে যাচ্ছে।
শত্রুর সামনে যেও না কারন সে তোমাকে পিছন থেকে আঘাত করবে অথবা তুমি তার ফাঁদে পরবে।।।
.
আরে ভাই প্রতিটা মানুষের জীবনেই কষ্টের অনেক কিছুই থাকতে পারে যা বলা যায় না,,
তাই বলে আমার কি হয়েছে তা নিয়ে গবেষনা নিশ্চিত আমার সাথে শত্রুতা করা,,
যাই হোক, আমিও জানিঃ তথ্যই সম্পদ :)
আমি কিন্তু সকল তথ্য সংগ্রহে রাখি ;)
তারপরেও আমি শত্রুকেও ভালোবাসি,,
কেন শত্রুকে ভালোবাসবো?
তাঁর একটি কারণ হলো, আপনি যখন কাউকে ঘৃণা করবে তখন আপনার চরিত্রটাও বিকৃত হয়ে যায়। আপনি অযৌক্তিক সিদ্ধান্ত নিতে শুরু করবেন। ঘৃণা আপনার চোখে লেগে থাকলে আপনি সোজাভাবে তাকাতে পারবেন না। সোজাভাবে হাঁটতে পারবেন না। একজন মানুষের হৃদয় ভরা ঘৃণা, এর চেয়ে দুঃখজনক আর কিছুই হতে পারে না!
কীভাবে? এমন প্রশ্নের উত্তর খোঁজার আগে এটা জেনে রাখা উচিত, মঙ্গল কামনায় কাউকে ভালোবাসা হলো একটি সৃজনশীল উপায়।
সৃজনশীলততই হাওয়া বদলায়, যাহাই নিঃস্বার্থ সম্প্রীতির মূল।।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার বাংলাদেশ

রহিঙ্গাদের ফেরৎ না নিলে শেষ সমাধান কি?