মনের খোরাক বই অবশ্যই মনের মতই হতে হবে

আমি আসলে যে ধরনের বই খুঁজি সে ধরনের নতুন কোন বই এ বছরের বই মেলা(২০১৭)তে প্রকাশ পায়নি :(
আমার অনেক এফবি ফ্রেন্ড অগ্রজরা অনেক বই প্রকাশ করেছেন <3
তবে সত্যি বলতে কি, স্কুলের পাঠ্যপুস্তক ব্যতিত বেরসিকের মত আমি কখনোও কোন গল্প, উপন্যাস বা কবিতার বই পড়িনি :(
হুমায়ুন আহম্মেদ, জাফর ইকবাল, আনিসুল হক, রবীন্দ্রনাথ, নজরুল, শরৎ, বঙ্কিম, মাইকেল, সুকুমার, জীবনানন্দ কিংবা ঈশ্বরচন্দ্র কাহারই বই আমি পড়িনি -_-মনের খোরাক বই আর সেই বই অবশ্যই মনের মতই হতে হবে,

আর আমি কিনা এমন সকল বই পড়ি, যে গুলো সাধারনত আমার বয়সিরা খুবই কম পড়ে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার বাংলাদেশ

Dr. Phil's Personality Test